Logo
Logo
×

খেলা

নারী আম্পায়ার দেখে খেলতে চায়নি তামিম-মুশফিক ও মাহমুদউল্লাহদের দল

Icon

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৪, ১১:৩১ পিএম

নারী আম্পায়ার দেখে খেলতে চায়নি তামিম-মুশফিক ও মাহমুদউল্লাহদের দল

ডিপিএলে এবার গুরুতর বৈষম্যের অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার (২৫ এপ্রিল) নারী আম্পায়ারের অধীনে খেলতে আপত্তি জানিয়েছে ক্রিকেটার ও দলের কর্মকর্তারা। প্রাইম ব্যাংক এবং মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিতর্কিত ম্যাচে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু।

এদিন আম্পায়ার পরিবর্তনের জন্য দুই দল আবেদন করায় নির্ধারিত সময়ে খেলা মাঠে গড়ায়নি। আম্পায়ার পরিবর্তন চেয়ে ফোনও করা হয়েছিল আম্পায়ারস কমিটির চেয়ারম্যানকে। যা নিয়ে ক্ষুব্ধ আম্পায়ারস কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু। 

আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু এই ব্যাপারে দেশের একটি গণমাধ্যমে বলেন, ‘তারা (দুই দল) এই বিষয়ে অভিযোগ জানিয়েছিল, কিন্তু পরে মেনে নিয়েছে। তিনি (জেসি) একজন আইসিসির অফিশিয়াল আন্তর্জাতিক আম্পায়ার। তাকে যেহেতু দায়িত্ব দেওয়া হয়েছে, অবশ্যই মূল্যায়ন করে দেওয়া হয়েছে। এখন এটা না মানলে তো আমরা বৈষম্য করছি।’ 

এমন কাণ্ডের পর ক্লাব দুটি শাস্তির মুখে পড়বেন কিনা এ ব্যাপারে আম্পায়ারস কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু বলেন, ‘শাস্তি দেওয়ার বিষয়টা আসলে সিসিডিএমের। আমরা তাদের জানাব। আমি শাস্তি দেওয়ার কেউ না। আমি আমার আম্পায়ারকে শাস্তি দিতে পারব। আমি যেটা শুনেছি এটা হয়েছে। আমি খুঁজে বের করার চেষ্টা করব, কী হয়েছে। যদি এটা আসলেই হয়ে থাকে তাহলে এটা আসলে বৈষম্য। তিনি একজন আন্তর্জাতিক আম্পায়ার, নারী হোক বা পুরুষ।’

এই ব্যাপারে মোহামেডানের ক্রিকেট সমন্বয় তরিকুল ইসলাম টিটু বলেন, 'আমরা আসলে আপত্তি তুলিনি। আমরা এমনিতে বলাবলি করছিলাম যে ম্যাচের মেরিট অনুযায়ী তো এত বড় ম্যাচে জেসি আম্পায়ার হতে পারে না। আমরা বলছিলাম এত বড় ম্যাচে আরও ভালো আম্পায়ার দরকার ছিল। আমরা অফিসিয়ালি অভিযোগ করিনি, অফিসিয়ালি অভিযোগ করব কেন? আমরা ওরকমভাবে রিপোর্ট টিপোর্ট করিনি।

প্রাইম ব্যাংক ম্যানেজার শিকদার আবুল হাশেম কঙ্কনের কথায় ইঙ্গিত মেলে তাদের আপত্তি নারী আম্পায়ার হওয়াতেই ছিল। তিনি বেলন, 'মহিলা আম্পায়ার দেবে এটা তো জানি না আমরা। বাংলাদেশে মহিলা আম্পায়ারের অভিজ্ঞতা কেমন এটা তো আমরা সবাই জানি। আপত্তি করি না। যেহেতু এটা বড় ম্যাচ, এখানে নিয়মিত যারা করে তাদের আশা করছিলাম। মহিলা আম্পায়ার দেখেন যেটা এলবিডব্লিউ সেটা দেয় নাই, যেটা হয় নাই সেটা দিছে। আমরা ম্যাচ শুরুর আগেও কিছু বলিনি। এমনিতে নিজেরা আলাপ করেছি। সিসিডিএমের কাউকে বলিনি। নিজেরাই আলাপ করেছি। অনভিজ্ঞতার জন্যই।'

এদিকে এই ম্যাচে আরও বিতর্ক ছড়িয়েছে প্রাইম ব্যাংকের মুশফিকুর রহিমের আউট নিয়ে। এ নিয়ে মুশফিক নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন। এ নিয়েও অসন্তোষ জানিয়েছেন মিঠু।

অনুসরণ করুন