Logo
Logo
×

খেলা

ফিফা থেকে ইসরায়েলকে বাদ দেওয়ার আহ্বান ফিলিস্তিনের

Icon

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৪, ০৩:০৩ পিএম

ফিফা থেকে ইসরায়েলকে বাদ দেওয়ার আহ্বান ফিলিস্তিনের

ফিফা থেকে ইসরায়েলকে বাদ দেওয়ার আহ্বান জানিয়েছে ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন (পিএফএ)। গাজায় গণহত্যায় ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশনের সমর্থন রয়েছে দাবি করে এই আহ্বান জানায় পিএফএ। 

ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন বিশ্ব ফুটবল সংস্থার কাছে জমা দেওয়া এক চিঠিতে বলে, ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের সোশ্যাল মিডিয়ার পোস্টগুলো গাজায় গণহত্যার কঠোর সমর্থনের প্রমাণ। ইসরায়েলের হামলায় গাজার সমস্ত ফুটবল অবকাঠামো ধ্বংস হয়ে গেছে এবং গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ঐতিহাসিক আল-ইয়ারমুক স্টেডিয়াম রয়েছে। এটি ইসরায়েলের দখলদারিত্বের দ্বারা একটি কনসেনট্রেশন ক্যাম্পে পরিণত হয়েছে। এগুলো একাধিক আন্তর্জাতিক সংস্থা নথিভুক্ত করছে।

পিএফএ আরও বলে, ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশন তাদের লীগে বৈষম্য এবং বর্ণবাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে। এটি ফিফার আর্টিকেল ৩ ধারার সরাসরি লঙ্ঘন। আর জেরুজালেম থেকে একটি ইসরায়েল দল গর্বের সাথে গান গাঁই, কীভাবে ইসরায়েল সবচেয়ে বর্ণবাদী দল। তারা খেলার সময় প্রতিপক্ষ আরব দলের খেলোয়াড়দের সন্ত্রাসী উপাধি দিয়ে চিৎকার করতে থাকে।

অনুসরণ করুন