Logo
Logo
×

সংবাদ

পরীক্ষায় প্রশ্নের উত্তরের বদলে ‘জয় শ্রী রাম’ লিখে পাস বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী

Icon

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৪, ০১:৩৯ পিএম

পরীক্ষায় প্রশ্নের উত্তরের বদলে ‘জয় শ্রী রাম’ লিখে পাস বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী

ভারতীয় একটি বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী পরীক্ষার উত্তরপত্রে উত্তর না লিখেও ৬০ পার্সেন্ট পর্যন্ত নম্বর পেয়েছেন। উত্তরের বদলে একজন লিখেছেন, ‘জয় শ্রী রাম!’ অন্য কয়েকজন লিখেছেন ভারতের শীর্ষস্থানীয় কয়েকজন ক্রিকেটারের নাম।

তবু কিভাবে তারা ৬০ পার্সেন্ট পর্যন্ত নম্বর পেলেন?

সেটাই প্রশ্ন। এ নিয়ে কেউ কেউ হাসিঠাট্টা যেমন করছেন তেমনি চলছে সমালোচনা।

এমন কাণ্ড হয়েছে উত্তর প্রদেশের রাজ্যচালিত বীর বাহাদুর সিং পূর্বাঞ্চল বিশ্ববিদ্যালয়ে। যারা এ ধরনের উত্তর লিখেছেন তারা বিশ্ববিদ্যালয়েল ফার্মেসি কোর্সের প্রথম বর্ষের এই ছাত্র।

তথ্য অধিকার আইনে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র দিব্যাংশু সিং এসব অনুসন্ধান করেন। তিনি এ বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী, রাজ্যপাল ও বিশ্ববিদ্যালয়টির উপাচার্যকে চিঠি লিখেছেনর। সেখানে তিনি প্রশ্ন তুলেছেন, এমন উত্তর লেখার জন্য যেখানে এই শিক্ষার্থীদের শূন্য নম্বর পাওয়া উচিত ছিল, সেখানে তারা ৬০ পার্সেন্ট পর্যন্ত নম্বর পেয়ে উত্তীর্ণ হলো কিভাবে?

বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটি বলেছে, এই শিক্ষার্থীদের ৫০ পার্সেন্ট নম্বর পুরস্কার হিসেবে দিয়েছেন পরীক্ষকরা।

ঘটনার পর সাময়িক বরখাস্ত করা হয়েছে অধ্যাপক বিনয় ভার্মা ও মনীশ গুপ্তকে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বন্দনা সিং সাংবাদিকদের বলেছেন, দুইজনকে বরাখাস্ত করার পাশাপাশি সব শিক্ষককে সতর্ক করা হয়েছে এমন কাণ্ডের যেন পুনরাবৃত্তি না হয়। সূত্র : টাইমস অব ইন্ডিয়া

অনুসরণ করুন